খুলনার বীর মুক্তিযোদ্ধা এখন জুতার মুচি

1
FB_IMG_1610843659413.jpg

 খুলনার বীর মুক্তিযোদ্ধা এখন জুতার মুচি।

মুক্তিযুদ্ধের অকুতোভয় বীর সেনা শ্রী অশোক দাশ, বয়সের ভারে বেসামাল। ১৯৭১ সনে বনগাঁতে ট্রেনিং করে অনেকগুলো সম্মুখ যুদ্ধে অংশ গ্রহণ করেন তিনি ৮ নম্বর সেক্টরে ক্যাপ্টেন আর এন মুখার্জির সাথে কাজ করেছেন। স্বাধীনতার ৫০ বছরে তিনি কোনো সম্মাননা দূরে থাক মুক্তিযুদ্ধের সনদ পর্যন্ত পাননি। তিনি এক সময় ঠিকাদারি ব্যবসা করতেন। এখন তিনি খুলনার চিত্রালী বাজার খালিশপুরে ইউনিয়ন মাঠের বিপরীতে ফুটপাতে বসে পুরাতন জুতা স্যান্ডেল বিক্রি করে নিজের রোজগার করে কোনোমতে বেঁচে আছেন। 

তিনি দিনের বেলা মানুষের বাড়ি বাড়ি ঘুরে পুরাতন জুতা স্যান্ডেল ক্রয় করেণ। সন্ধ্যায় সেগুলো বিক্রি করেণ। দুটি ছেলে সন্তান এখন মৃত। কথা বলার সময় বার বার চোখ মুছছিলেন। মিডয়াতেএমন অনেক বড় মানুষ আছেন যারা সাংবাদিক, যারা সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ে কর্মরত তাদের এবং কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি। এই হত দরিদ্র মুক্তিযোদ্ধা শ্রী অশোক দাশকে প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা করে দিন। 

খুলনার হত দরীদ্র বীর মুক্তিযোদ্ধা শ্রী অশোক দাশ এর সরাসরি ফোন নম্বর +৮৮০১৯৬৯০৫৯৮৮৮

1 thought on “খুলনার বীর মুক্তিযোদ্ধা এখন জুতার মুচি

  1. Right here is the perfect site for anyone who wants to understand this topic. You know a whole lot its almost hard to argue with you (not that I personally would want toÖHaHa). You definitely put a fresh spin on a subject which has been written about for years. Great stuff, just great!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *