আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও

“আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও,
রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও”
“বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার ছানি,
একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি”
দেশ ভাগের ঠিক আগের বছর ১৯৪৬ সালে কবি জসীমউদ্দিনের ভাই নুরুউদ্দিনের শশুড়বাড়ী ফরিদপুরের সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের [শিবরামপুর স্টেশন বর্তমান আমিরাবাদ স্টেশনের পাশে] রসুলপুর গ্রামে বেড়াতে গেলে আসমানীকে কবি দেখতে পান। তখন আসমানীর বাড়ির উঠানে আসমানীর সামনে বসে তিনি এ কবিতা লেখেন।
জসীমউদ্দিনের নানা সাহিত্য কর্মে কালজয়ী নানা চরিত্র যেমন রুপাই, সাজু, হাজেরা বিবি, গণি মিয়া এবং আসমানী।
এসব চরিত্রই পল্লীকবি এঁকেছিলেন বাস্তবের মানুষ দেখেই। ইতোপূর্বে একে একে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন রুপাই, সাজু, গণি মিয়া এবং হাজেরা বিবি।
সবশেষ বিদায় নিলেন আসমানী। তবে তারা সকলেই বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে স্থান করে নেয়া পল্লীকবির সাহিত্য কর্মে।
পল্লীকবি জসীমউদ্দিন ও অসম্ভব সুন্দরী আসমানীর প্রতি জানাই বিনম্রশ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা।
You ought to be a part of a contest for one of the finest sites on the net. I most certainly will highly recommend this website!