সিঙ্গাপুরে ইন্ডিয়া থেকে ফেরা করোনায় পজিটিভ কর্মী – বিস্তারিত পড়ুন

সিঙ্গাপুরে ইন্ডিয়া থেকে ফেরা তিনজন করোনায় পজিটিভ, নতুন সুস্থ ৩৪০ জন
২১ শে জুন ইন্ডিয়া থেকে সিঙ্গাপুরে ফিরে আসা দুইজন সিঙ্গাপুরীয়ান এবং একজন পার্মানেন্ট রেসিডেন্স করোনায় পজিটিভ হয়েছেন।
সিঙ্গাপুরে ফিরে আসার পর তাদেরকে স্টে-হোম নোটিশ দেওয়া হয়েছিল এবং তাদের ১৪ দিনের বাসায় থাকার নোটিশ শুরু করার জন্য তাদেরকে আইসোলেশনে নেওয়া হয়েছিল।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জুলাই আরো ৩৪০ জন চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন৷ এই নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৩৯৭৬৯ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্যমতে, সিঙ্গাপুরে নতুন ১৬৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪৪৪৭৯ জন।
বুধবার আক্রান্তদের মধ্যে ৩ জন সিঙ্গাপুরিয়ান বা পার্মানেন্ট রেসিডেন্স, ৩ জন বিদেশ ফেরত ও ৮ জন ওয়ার্ক পাশ হোল্ডার রয়েছেন যারা ডরমিটরির বাহিরে বাস করেন। বাকি ১৫৫ জন ওয়ার্ক পাশ হোল্ডার যারা ডরমিটরিতে বাস করেন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে এই পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে।
২২৩ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন৷ এরমধ্যে ১ জনের অবস্থা গুরুতর। তাদেরকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে৷ ৪৪৬১ জনের অবস্থা ক্লিনিক্যালি ভালো কিন্তু পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হওয়ায় তাদেরকে অন্য রোগীদের কাছ থেকে আলাদা রাখা ও যত্নের জন্য অন্যত্র সরিয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে৷