SCAMMER
DBS SCAMMER
আমরা জানি যে DBS বা SCAMMER পুর্বে অনেকের ইমু এবং মোবাইল নামম্বারে চক্রান্ত করে ব্যাংক একাউন্ট থেকে টাকা হাতিয়ে নিতো, বর্তমান অবস্থায় সবাই বুঝে যাওয়ার কারনে
তাদের নতুন ধান্দা অন্য কৌশল ব্যাবহার করে সবার পার্সোনাল ইনফর্মেশন হাতিয়ে নিবে যেমন: আপনি লিংক এ ক্লিক করলে প্রথমে আপনার ইমেল এড্রাস নিবে, তারপর লিখা আসবে ১০টাকা বা ৫টাকায় আপনি ফ্রি পাচ্ছেন একটি মোবাইল সেট।
তখন আপনার টাকা পে করতে হবে ভিসা বা মাস্টার্স কার্ড এর মাধ্যমে, তখন আপনি আপনার কার্ডের গোপন নাম্বার গুলি পুরন করবেন তখনই আপনার কার্ড হ্যাক হয়ে যাবে এবং অাপনার একাউন্টে যত টাকা অাছে তারা খুব সহজে হাতিয়ে নিবে।
তো আপনারা সাবধান থাকবেন এসব চক্রান্ত এড়িয়ে চলুন বা ব্লক করে দিন।