সিঙ্গাপুর ২ জুন থেকে লক ডাউন তুলে নিচ্ছে
সিঙ্গাপুর ২ জুন থেকে লক ডাউন তুলে নিচ্ছে
সিঙ্গাপুর সরকার জুনের ২ তারিখ থেকে লক ডাউন বা #CircuitBreaker তুলে নিচ্ছেন ৩টি পর্যবেক্ষণ (Observation) Phase এবং কিছু শর্তসাপেক্ষে৷
#Phase1 -#Phase2 -#Phase3
#Phase1 এ নির্মান খাতে #ConstructionSector প্রয়োজনীয় কিছু কর্মক্ষেত্র পুনরায় শুরু করতে পারবে৷
#প্রধানশর্ত গুলোর মধ্যে Covid-Safe Training (করোনা ভাইরাস মহামারীর নিরাপত্তা প্রশিক্ষণ) এটা সকল শ্রমিকের জন্য বাধ্যতামূলক করা হয়েছে৷
এটা অনলাইন ভিত্তিক ফ্রি কোর্স সকলের জন্য কিন্তু সারটিফিকেট নাই তবে BCA Academy তে রেকর্ড থাকবে৷
#এছাড়া যারা কোম্পানীতে সুপারভাইজার রয়েছে তাদের জন্যও Covid-Safe Distancing Officer Course (SDO) টি বাধ্যতামূলক করা হয়েছে৷
কর্মক্ষেত্রে ১—১০জন শ্রমিক থাকলে ১জন Covid-Safe Distancing Officer বাধ্যতামূলক উপস্থিত লাগবে সেখানে৷
#SDO —অনলাইন কোর্স ফি $৭৫ ডলার নির্ধারণ করা হয়েছে এবং পাশ করার পর সার্টিফিকেট প্রদান করা হবে BCA Academy থেকে৷
#এছাড়াও যারা কোম্পানীকে Health and Safety (স্বাস্থ্য ও নিরাপত্তা) খাতে প্রতিনিধিত্ব (Representative) করছে তাদের জন্য Covid-Safe Management Officers Course for Construction এ কোর্স টি বাধ্যতামূলক করা হয়েছে৷
যে কোন কোম্পানীতে বা কর্মক্ষেত্রে ১০—৫০ জন শ্রমিক রয়েছে ঐ কোম্পানীকে অবশ্যই ১জন Covid-Safe Management Officers (SMO) নিয়োগ দিতে হবে এজন্য যে তারা নির্মাণ ক্ষেত্রের জন্য উপযুক্ত নিরাপদ ব্যবস্থাপনা প্রয়োগ ও সমন্বিত করার জ্ঞান এবং দক্ষতা রাখবে এবং তা বাস্তবায়ন করবে(They will have the knowledge and skills to apply and coordinate safe management suitable for the construction sector and will implement it)
#SMO – Online কোর্স ফি $৭৫ ডলার নির্ধারণ করা হয়েছে এবং পাশ করার পর সার্টিফিকেট প্রদান করা হবে BCA Academy থেকে৷
সবগুলো কোর্স পরিচালনা করছে #BCA Academy Singapore.
#Covid-19
We should implement a system on safe management measures (SMM) at every workplace to minimise the risk of further outbreak.