প্রবাসীদের ১৩ দফা দাবি প্রস্তাব

1
প্রবাসীদের ১৩ দফা দাবি প্রস্তাব
বাংলাদেশ প্রবাসী কল্যানমন্ত্রনালয় প্রবাসীদের পক্ষ থেকে বাংলাদেশ  সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ১৩ দফা দাবি প্রস্তাব।।
 ১.প্রবাসীদের আইন বাস্তবায়িত করা
 
২.প্রবাসীদের অধিকার দেযা
৩.প্রবাসীদের পক্ষে সংসদে সংরক্ষিত আসন নির্ধারণ করতে হবে। যিনি শুধুমাত্র প্রবাসীদের স্বার্থ শংশ্লিষ্ট বিষয়ে এবং প্রবাসীদের সকল সমস্যা নিয়ে সংসদে আলোচনা করবেন। 
৪. প্রবাসীদের পরিবারের নিরাপত্তা দিতে সংসদে বিশেষ সুরক্ষা আইন পাশ করতে হবে।
৫. প্রবাসীদের পরিবারের পক্ষে মামলা পরিচালনা করতে সরকারি আইনজীবী নিয়োগ দিতে হবে। যাতে কোন টাকা খরচ না হয়।
৬. প্রবাসীদের সন্তানদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নির্দিষ্ট কোটা এবং চাকরির ক্ষেত্রে নির্দিষ্ট কোটা বরাদ্দ দিতে হবে।
৭. প্রবাসীদের পাঠানো টাকায় দুই শতাংশ বাড়িয়ে চার শতাংশ প্রনোদনা দিতে হবে।
৮. প্রবাসীদের কোনো ভাবেই বিমান বন্দরে হয়রানি, অপমান বা অসম্মান করা যাবে না।
৯. প্রবাসীদের মেধাবী সন্তানদের বৃত্তি ভাতা বাড়িয়ে দ্বিগুণ করতে হবে।
১০. প্রবাসীদের বিদেশে অবস্থানকালীন সময়ে দূতাবাস প্রতি তিন মাস পর পর প্রতি এলাকায় গিয়ে প্রবাসীদের সাথে মতবিনিময় করে সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
১১. প্রবাসীদের জন্য বাংলাদেশের সকল সরকারি হাসপাতালে চিকিৎসা খরচ অর্ধেক মওকুফ করতে হবে।
১২. দশ বছরের অধিক সময় প্রবাসে থাকা প্রবাসীদের দেশে প্রত্যাবর্তনের পরে আজীবন পেনশন ব্যবস্থা চালু করতে হবে।
১৩.যে প্রবাসী, একেবারে দেশে চলে জাবে কর্মসংস্থান এর জন্য সল্প সুদ  লোন ১/২ কোটি টকা পর্যন্ত, দিতে হবে

1 thought on “প্রবাসীদের ১৩ দফা দাবি প্রস্তাব

  1. সবাই আওয়াজ তুলুন আমাদের দাবি মানতে হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *